Breaking News

পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ | N NEWS 24


জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক  জমি দখলের চেষ্টার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত অংশ আছে এমন দাবী, মিথ্যা, বানোয়াট ও ভূয়া দলিল তৈরী করে দেশীয় অস্ত্রে সজ্জিত জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ করেছে ভুক্তভোগি একটি পরিবার।

জমি দখলে বাধা দিলে প্রতিপক্ষরা ভুক্তভোগী ঐ পরিবার কে দেশীয় অস্ত্রের ভয়ভীতি ও মারধর করেছে তারা। নিজেদের রক্ষার্থে গত ৬জুন বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মিজানুর রহমান।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, মিজানুর রহমান ও তার ভাই মোস্তাফিজুর রহমান পৈত্রিক সুত্রে প্রাপ্ত নন্দীগ্রাম মৌজার সাবেক ৩৮৯ দাগের ১৬ শতাংশ জমি প্রায় ৩৫ বছর ধরে চাষাবাদ করে আসছে।

এমন অবস্থায় গত ২জুন সন্ধায় একই গ্রামের আবু কালাম সহ ৪/৫জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তিতে তার পিতার অংশ আছে এমন মিথ্যা দাবী করে বানোয়াট ও ভূয়া দলিল তৈরী করে জোর পূর্বক জোবর দখলের চেষ্টা করে।

এতে ভুক্তভোগী মিজানুর রহমান বাধা দিতে গেলে তাদের মারধর করেন। এ সময় তারা চিৎকার করলে আশে পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে আবু কালামের পুত্র আলম হোসেন বলেন, সেখানে আমাদের ৬ শতক জমি আছে। যা আমার বাবা পৈত্রিক সুত্রে প্রাপ্ত। বরং তারাই আমাদের ঐ জমি জোরপূর্বক দখল করে আছে। আমরা বাধা দিলে তারা আমার বাবাকে মারধর করে।ওরা আমাদের শরিক তারা জমি নিজের দাবী করলে আমরা বলেছি কাগজ দেখান। তারা কোন কাগজপত্র দেখাতে পারে না।

No comments

কালাইয়ে পুকুর সংস্কারের আবেদন দিয়েই রাতদিন মাটি ও বালু বিক্রি! | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে মাসখানেক আগে ৯৯ শতক আয়তনের একটি শরীকানা পুকুর সংস্কারের আবেদন দিয়ে, অনুমতি...