Breaking News

পাঁচবিবিতে ভুতালের মোর টু ফতেপুর রাস্তায় কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ | N NEWS 24


জয়নাল আবেদীন জয় ,

 জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন আওলাই ইউনিয়নের ভুতালের মোর টু ফতেপুর রাস্তায় কালভার্ট ভেঙ্গে দশটি গ্রামের প্রায় দশ হাজার মানুষের একমাত্র রাস্তায় যানচলাচল দুইদিন যাবত বন্ধ রয়েছে।

এতে করে কৃষি নির্ভর এই এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।এলাকার স্থানীয় বাসিন্দা ও ধান-চালের আরৎদার মোঃআঃমজিদ মধু বলেন,ব্রিজটির মেরামত অতি দ্রুত না হলে কৃষি নির্ভর এই এলাকার মানুষজন চরম ক্ষতির মুখে পরবে।এলাকার মানুষের দাবী অতি তারাতারি যেন কালভার্টটি মেরামত কাজ সম্পন্ন হয়।এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট সকলের সূ-দৃষ্টি কামনা করছে।

No comments

কাপাসিয়া ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখান্ত স্থগিত | N NEWS 24

  ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়ার সাময়িক বরখাস্ত স্থগিত করেছেন হাইকোর...