বগুড়ার ধুনটে পুলিশের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে ছেড়ে দেওয়ার অভিযোগ | N NEWS 24
ধুনট উপজেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থানা পুলিশের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে বৃহস্পতিবার রাত দেড় টায় মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের রমজান আলীর ছেলে উৎসব (১৭) একই এলাকার নান্নু মন্ডলের ছেলে রোহান (১৮), নজরুল ইসলামের ছেলে জাহিদ ( ১৭), দুলাল শেখের ছেলে তৌকির (১৬) ও নজরুল শেখের ছেলে রাসেল (১৭)।
জানা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে বৃহস্পতিবার গাইবান্ধা জেলার এক ছেলে চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের এক কিশোরীর সাথে দেখা করতে আসেন। ওইদিন রাত ১১ টার দিকে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা বিষয়টি জানতে পেরে ছেলে ও মেয়েকে আটক করে। পরে স্থানীয় ভাবে বিষয়টি দফারফার চেষ্টা করা হয়। দফারফা না হওয়ায় ছেলের বাবাকে ফোন করে আসতে বলে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে স্থানীয় এক বিএনপি নেতা ঘটনাস্থলে আসলে মত পার্থক্যের কারণে কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে বিরোধ বাধে। একপর্যায়ে বিএনপি নেতা ঘটনাটি থানায় জানালে থানার এসআই হায়দার আলী সহ আরও দুইজন কনস্টেবল ঘটনাস্থলে এসে ওই আটক ছেলেকে থানায় নিয়ে যাবার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এসআই হায়দার আলী সেখানে থেকে কৌশলে থানায় ফিরে আসেন। পরবর্তীতের কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা সন্ধ্যার দিকে থানায় উপস্থিত হয়ে পুনরায় দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা থানার প্রধান গেট লাগিয়ে দেয় এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে। রাত গভীর হলে থানায় আটক কিশোর গ্যাংয়ের স্বজনরা থানার ভিতর প্রবেশ করে এসআই হায়দার আলী, এসআই অমিত হাসানের সাথে দেন দরবার করে মোটা অংকের ঘুষ দিয়ে আটক কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে রাত দেড়টায় দিকে ছাড়িয়ে নিয়ে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, মেয়ে সংঘটিত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তাদের থানায় আসতে বলা হয়েছিল। তাদের গ্রেফতার করা হইনি। ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগটি সঠিক নয়।
No comments