Breaking News

হিলিতে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | N NEWS 24

  


জয়নাল আবেদীন জয় হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন টুলু মুন্সির বাড়ি থেকে সাদিয়া (২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৫ টার দিকে পৌরসভার মধ্যবাসুদেব ৩ নং ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সাদিয়া জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার রতনপুর গ্রামের ছালামের মেয়ে। তার স্বামীর নাম সাগর। স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকায় এখানে একাই রুম ভাড়া নিয়ে থাকে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, জনৈক টুলুর বাড়িতে প্রায় এক মাস পূর্বে সাদিয়া নামের এই মহিলা একাই রুম ভাড়া নিয়ে আছে। তার একটি সন্তান আছে কিন্তু বাবার বাড়িতে থাকে। সন্তানটি ছেলে না কি মেয়ে বলতে পাড়ে না এলাকাবাসী। আজ দুপুরে তার প্রতিবেশী সাদিয়া খোঁজে আসলে তার ঘরের দরজা বন্ধ দেখে। পরে জানালা দিয়ে দেখতে পাড়ে ঘরের ভিতরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সাদিয়ার মরদেহ ঝুলে আছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঘরের দরজা ভেঙে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাকিমপুর থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন,  আজকে শুক্রবার বিকাল ৩ টার দিকে সংবাদ পাই হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন টুলু মুন্সির বাড়িতে এক নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় আছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়না তদন্তের পরে জানা যাবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

No comments

জয়পুরহাটে পুকুর নিয়ে প্রভাবশালীদের সঙ্গে গুচ্ছগ্রামের বাসিন্দাদের দ্বন্দ্ব | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গুচ্ছগ্রামের বাসিন্দারা প্রায় সাত বিঘা আয়তনের একটি পুকুর...