Breaking News

প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত | N NEWS 24


গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন (৪২) নামের একজন নিহত হয়েছেন। রোববার (৬এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত রুহল আমিন ওই গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, রুহুল আমিনের পরিবারের সাথে প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। 

 ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: হাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠক শেষে, দুই দেশের নাগরিকে ফিরিয়ে দিল বিজিবি ও বিএসএফ | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (...