Breaking News

জয়পুরহাটে পুকুরে সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে নেমে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে ছেঁড়া-ফাটা তারে জড়িয়ে বোরহান উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে ঘটে। 

নিহত যুবক বোরহান উদ্দিন গঙ্গাদাসপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।  

গ্রামবাসী ও পুলিশ জানান, বোরহান বিকেলে বাড়ীর পাশে একটি পুকুরের পানি ওঠাতে সেচ পাম্প সেট করেন। বাড়ীর ভিতর থেকে বৈদ্যুতিক তার টেনে সেচ পাম্পে সংযোগ দিতে নেমে অসাবধনতা বসত ছেঁড়া-ফাটা তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে শান্তিনগর এলাকায় সে মারা যায়। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে আসতে চাইলে স্বজনদের পক্ষ থেকে না দাবির লিখিত আবেদনের প্রেক্ষিত লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

No comments

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠক শেষে, দুই দেশের নাগরিকে ফিরিয়ে দিল বিজিবি ও বিএসএফ | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (...