Breaking News

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার ৩ | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে নির্যাতিতার স্বামী থানায় মামলা করলে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— আক্কেলপুরের মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩) ও ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আসামিরা ওই গৃহবধূকে মোহাম্মদপুকুর গ্রামে নিয়ে যায়। রাতে তারা গ্রামের পাশে একটি গভীর নলকূপ ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে পরের দিন তাকে উদ্ধার করে তার স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাতে নির্যাতিতার স্বামী আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিট করার অভিযোগ এনে আক্কেলপুর থানায় মামলা করেন। মামলার পর শনিবার পুলিশ আসামিদের গ্রেফতার করে।

আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

No comments

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠক শেষে, দুই দেশের নাগরিকে ফিরিয়ে দিল বিজিবি ও বিএসএফ | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (...