Breaking News

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আটক | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। 

বুধবার বেলা ১১ টায় মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন। সাবেক মেয়র মোস্তাকসহ প্রকৃত আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সে জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এ অবস্থায় জয়পুরহাটের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বুধবার বেলা ১১ টায় মালয়েশিয়া  যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা থেকে জয়পুরহাট আনার জন্য জয়পুরহাট ডিবি পুলিশের একটি টীম ইতোমধ্যে রওনা দিয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এসআই জাহাঙ্গীর আলম।

No comments

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠক শেষে, দুই দেশের নাগরিকে ফিরিয়ে দিল বিজিবি ও বিএসএফ | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (...