Breaking News

জয়পুরহাটে ফসলের মাঠ থেকে যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার | N NEWS 24

 


জাহিদুল ইসলাম জাহিদঃ

জয়পুরহাটে দিলীপ চন্দ্র নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার একটি আখ ক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে। 

পরে বৃহস্পতিবার সকালে খনজনপুর -গতনশহর সড়কের আখ ক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তখন পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহেদ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হন দিলীপ চন্দ্র। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি।

তিনি আরওবলেন, এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।

No comments

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠক শেষে, দুই দেশের নাগরিকে ফিরিয়ে দিল বিজিবি ও বিএসএফ | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (...