Breaking News

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে নারী-পরুষ আটক | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স  (বিএসএফ) এর হাতে দু'জন নারী-পরুষ আটক হয়। 

পরে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোস (বিএসএফ)  ও বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী (বিজিবি'র) যৌথ উদ্দ্যোগে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিজিবির হাতে হস্তান্তর করেন বিএসএফ। এঘটনায় বিজিবির পক্ষ থেকে বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন, নেত্রকনা জেলার দূর্গাপুর উপজেলার বড়ইপারা গ্রামের রামচরণ দেবনাথের ছেলে তন্ময় দেবনাথ (২৪) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মৌরিওয়ালা গ্রামের বিলাশ চন্দ্রের স্ত্রী রনজিতা রানী রায় (২৪)।

No comments

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠক শেষে, দুই দেশের নাগরিকে ফিরিয়ে দিল বিজিবি ও বিএসএফ | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (...