Breaking News

বগুড়ার কাহালুতে যুবদলের সাবেক নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা। | N NEWS 24

 


মোঃআশিকুর রহমানঃ

যুবদলের সাবেক নেতা ব্রাজিলকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৮ জুন) রাত সোয়া ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। 

ব্রাজিল বগুড়া শহরের পালশা চৌকির পাড় এলাকার শাজাহান আলীর ছেলে। গত কয়েক বছর ধরে ব্রাজিল কাহালু উপজেলার পোড়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করতেন। 

ব্রাজিলের নামে বগুড়া সদর ও কাহালু থানায় অসংখ্য মামলা রয়েছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, ব্রাজিল শনিবার রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পোড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একদল দুর্বৃত্ত তার উপর হামলা করে। এসময় ব্রাজিল রাস্তায় মটোরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। দুর্বৃত্তরা তার পিছু ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। 

ব্রাজিলের শরীরে মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

 স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিল পোড়াপাড়া এলাকায় বসবাস করা কালে জমি, পুকুর দখল ছাড়াও চাঁদাবাজিতে জড়িত ছিল। কিছুদিন আগে পুকুর দখল করা নিয়ে ব্রাজিলের নামে মামলা হয়। সেই মামলায় কারাগারে থাকা অবস্থায় ব্রাজিলের দখল করা পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়।

 ব্রাজিল ২০১২ সাল পর্যন্ত যুবদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। ২০০৬ সালের দিকে ব্রাজিল যুবদল চারমাথা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে, সম্প্রতি ব্রাজিল আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এজন্য ব্রাজিল জেলা আওয়ামী লীগের এক নেতার বাসায় এবং তার বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করতেন। 

পুলিশের তথ্যানুযায়ী, ব্রাজিলের নামে অস্ত্র, মাদক, ছিনতাই, নাশকতা, সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি এবং এসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

No comments

কালাইয়ে পুকুর সংস্কারের আবেদন দিয়েই রাতদিন মাটি ও বালু বিক্রি! | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে মাসখানেক আগে ৯৯ শতক আয়তনের একটি শরীকানা পুকুর সংস্কারের আবেদন দিয়ে, অনুমতি...