Breaking News

শিবগঞ্জে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত | N NEWS 24


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিরঃ

বগুড়া শিবগঞ্জের রহবল পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক   মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টে অবিবাহিত ফুটবল একাদশ ৩-১ গোলে বিবাহিত  ফুটবল একাদশ  পরাজিত ।

শুক্রবার  (২৮জুন) বিকেল ৪টার দিকে রহবল দ্বী- মুখি হাইস্কুল  মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সার্বিক সহযোগিতা করেন ব্যবসায়ী মো.শামিম রহমান।

মাদক বিরোধী  এ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন- সাবেক ইউপি সদস্য মো.আব্দুল হাই প্রধান, সভাপতিত্ব করেন দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ওসমান গনি আকন্দ,।

আরও উপস্থিত ছিলেন, মো.সাঈদী হাসান লেলীন ব্যবসায়ী, মো.সাইদুর রহমান সাহেদ ব্যবসায়ী।

রানার্স আপ দলের হাতে পুরুষ্কার তুলে দেন, সভাপতি মো.ওসমান গনি আকন্দ।

বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি, মো.আব্দুল হাই প্রধান। 

শত শত দর্শক খেলাটি উপভোগ করেন

No comments

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠক শেষে, দুই দেশের নাগরিকে ফিরিয়ে দিল বিজিবি ও বিএসএফ | N NEWS 24

  জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (...